বক্তারা বলেন, জায়নামাজ বিছানাকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) আসর নামাজ পড়ার আগে সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে ওই এলাকার বাদশা সরদার গালিগালাজসহ কিল-ঘুষি মারেন। মুসল্লিরা বাধা দিলে তাদেরকেও হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দেয়া হয়। এছাড়া বাদশা সরদার মসজিদের বাইরে এসে রামদা নিয়ে অপেক্ষা করতে থাকে ইমামকে মারার জন্য। এ ঘটনায় বাদশা সরদারের যথাযথ শাস্তি দাবি করেন সবাই।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, এলাকাবাসীর পক্ষে শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী, পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, মশিয়ার রহমান, মিজান মোল্যাসহ মুসল্লিরা।