নড়াইল প্রতিনিধি:
মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ সময় মসজিদের ভিতর কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান এর লোকেরা গুলি চালায়।
শুক্রবার (১৬ মে) জুম্মার নামাজের পর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামে মসজিদে ওই হামলার ঘটনা ঘটেছে।
নড়াইলের কালিয়া উপজেলার ৯নং ওয়ার্ডে শুক্রবার বিকেলে করে দুই পক্ষের মধ্যে হঠাৎ দাঙ্গা বেঁধে যায়। জনসমাগমপূর্ণ বাবু বাজার এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়, ইমাম সাহেবের ওপর হামলার অভিযোগ সামনে আসে। স্থানীয়দের প্রাণভয়ে ছুটোছুটি, বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং পুরো এলাকাটি রূপ নেয় রণক্ষেত্রে।
সঠিক সময়ে দৃশ্যপটে হাজির হয় যৌথ বাহিনী—কালিয়া আর্মি ক্যাম্পের মেজর নাহিদের নেতৃত্বে সেনাবাহিনী এবং নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় মাত্র মিনিটের ব্যবধানে। দ্রুত, সুসমন্বিত অভিযানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে অভিযান শুরু করে।
সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ও ১৩ রাউন্ড গুলি, ৩টি টেটা, ১টি হকিস্টিক,৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধার সহ পৌর আওয়ামী লীগের সভাপতি সহ পাঁচজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের মৃত আলতাফ হোসেন সরদারের ছেলে কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান এবং তার ছেলে শুভ সরদার। এছাড়া অন্যরা হলেন, একই গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে সাইমুন সরদার, মৃত আকরাম সরদারের ছেলে নান্নু সরদার ও হাবিবুর রহমান সরদারের ছেলে দীপ সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার ( ১৪ মে) আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় আজ জুমার নামাজের পর মসজিদের ভিতর ওই বিষয়ে কথাকাটির একপর্যায়ে সরদার এবং শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভিতর আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এতে একজন আহত হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।