নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ ৩জনকে আটক করেছে। শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় ৩টি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪০), এনামুল মোল্লা'র ছেলে মোঃ চঞ্চল মোল্যাকে(৪৩) আটক করা হয়।
এসময় আটককৃতদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭টি ব্লাংক কার্তুজ, ২ টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৭টি ছ্যানদা, ৭টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩ টি চাপাতি, ১৯টি সড়কি, ৬টি ঢাল, ২টি সর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন