নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ভূঁইয়া শপিংমলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টার পর এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরেরা প্রথমে শপিংমলের একটি থাই গ্লাসের জানালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাবল ও রড ব্যবহার করে পর্যায়ক্রমে ৯টি দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
চুরি হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— আবজাল সু স্টার, অঙ্গশাভা গার্মেন্টস, আপন বস্ত্রালয়, পাঞ্জাবী হাউজ, সুনদা গার্মেন্টস, আরক টেইলার্স, ব্র্যান্ড বাজার, আরাফি ফ্যাশন ও রুবেল স্টোর।
ব্যবসায়ীরা জানান, ব্র্যান্ড বাজার থেকে প্রায় ৪ লাখ টাকা, আবজাল সু স্টোর থেকে ৫৯ হাজার টাকা, অঙ্গশাভা গার্মেন্টস থেকে ২৮ হাজার টাকা, রুবেল স্টোর থেকে ১০ হাজার টাকা, এছাড়াও অন্যান্য দোকান থেকেও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
আবজাল সু স্টারের মালিক সাঈদ ওসিকুল ইসলাম বলেন, “দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ক্যাশবাক্সে ৫৯ হাজার টাকা ছিল। সব টাকা নিয়ে গেছে চোরেরা।”
রুবেল স্টোরের মালিক রুবেল জানান, তার মুদিখানা দোকানের ক্যাশবাক্সে থাকা ১০ হাজার টাকা চুরি হয়েছে। অঙ্গশাভা গার্মেন্টসের মালিক ওয়াহিদ জামাল বলেন, “সারাদিনের বিক্রয়কৃত ২৮ হাজার টাকা ক্যাশবাক্সে রেখে গিয়েছিলাম। চোরেরা শাটার ভেঙে নগদ টাকা নিয়ে গেছে, আর কি কি নিয়েছে তা এখনো নির্ণয় করতে পারিনি।”
শপিংমলের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এর আগেও এই মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে মার্কেটজুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা প্রহরী নিয়োগের দাবি জানান।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটে কোনো নিরাপত্তারক্ষী নেই, যা বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই মার্কেটের দ্বিতীয়তলায় দুটি ব্যাংকও রয়েছে। মার্কেট কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। চোরদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন