
নড়াইল প্রতিনিধিঃ
“পরিকল্পিত বনায়ন করি” সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে গত ২৪ জুলাই থেকে সপ্তাহ ব্যাপী নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়। বুধবার (৩০ জুলাই) বিকালে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপণী ও পুরস্কার বিতরণ সম্পন্ন করে জেলা প্রশাসন ও বন বিভাগ।
সমাপণী অনুষ্ঠানে ফরেস্ট রেঞ্জার কাজী ইশতিয়াক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি বিজয়ী সহ সকল স্টল মালিকদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার (দাঃপ্রা) মোঃ মহিউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ রুস্তম আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, নড়াইল সদর কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী, কৃষি কর্মকর্তা দেবাশীষ, সুবীর বিশ্বাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ নড়াইলের বিভিন্ন নার্সারীর মালিকগণ।
উল্লেখ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বছর সেরা স্টলের জন্য প্রথম স্থান অধিকার করেন মা নার্সারী, দ্বিতীয় সোহেল নার্সারী এবং তৃতীয় স্থান অধিকার করেন তনিমা’স গার্ডেন। এ সময় সকল স্টলের মাঝে সনদ বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।