
নড়াইল অফিসঃ
নড়াইলে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে। ২৫ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন,নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন রায়,কালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী,নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক লাকী আক্তারসহ নড়াইলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
হায়াতুজ্জামান তার বক্তব্যে সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ৫ দফা দাবি, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ,সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ (চার) স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, আপিল বিভাগের রায়ের আলোকে দ্রæত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান,বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি, পদোন্নতি প্রদান ও পদায়ন করার দাবী এই সকল দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কাছে স্বারকলিপি প্রদান করেন।