নড়াইল অফিসঃ
নড়াইল পৌরসভার রূপগঞ্জ খেয়াঘাটে শুক্রবার (২৯ আগস্ট) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সামাজিক বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়। সেদিন রাতেই হুমকিপ্রাপ্ত হওয়ার অভিযোগ এনে সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন জেলা সদরের চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামের কামরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম রানা (২৩)। ডায়েরিতে পৌরসভার মাছিমদিয়া এলাকার আবুল কালামের পুত্র আদনান ফাহিমকে বিবাদী করা হয়।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও সামাজিক মাধ্যমে কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত হয় দু’পক্ষ। এরইমধ্যে আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে নড়াইল পৌরসভার বাঁধাঘাট সংলগ্ন এস এম সুলতান মঞ্চে বিএনপি নেতা মফিজ জমাদ্দার, নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাফায়াত উল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করেন৷ পরে উভয়পক্ষ একে অপরকে আলিঙ্গন করেন।
এ বিষয়ে আমিরুল ইসলাম রানা বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ও তর্কাতর্কি হয়েছিল। এ নিয়ে সামাজিক মাধ্যমে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে। এটি আমাদের কারো জন্যই সুখকর নয়। পরবর্তীতে আমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছি, একে অপরকে ভাই হিসেবে গ্রহণ করেছি। একইসাথে আমাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বক্তব্য রাখা হয়েছে, সেটি প্রত্যাহার করে নিচ্ছি।”
অপরপক্ষের আদনান ফাহিম বলেন, “আমার সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে আমিরুল ইসলাম রানা ও তার সাথে থাকা অন্যান্যদের সাথে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল, তবে এর বেশি কিছু আর হয়নি৷ আমরা আগামী দিনে একে অপরে মিলে মিশে থাকতে চাই।”