দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে দুইজন। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে চৌগাছা এলাকায় আসলে একটি ছাগল দৌড়ে মোটরসাইকেলের সামনে আসলে সিয়াম মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলে থাকা দু’জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে সিয়ামের অবস্থার আশংকাজনক হাওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রিফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘঠনায় কমলা পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।