আরিফুল বিশ্বাস, নড়াইলঃ
নড়াইল প্রেসক্লাবের আহবায়ক ও নড়াইল জজ কোটের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক এর ভাই এস এম আব্দুল হাই (৬৫) জানাযা সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ মে) সকালে নড়াইল পৌরসভার বিজয়পুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই ভাবীসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছে। শনিবার বাদ জোহর বিজয়পুর কবরস্থানের সামনে নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার নামাজের জানাযায় নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল প্রেসক্লাবের আহবায়ক এস এম আব্দুল হক, সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, কার্যকরী পরিষদের সদস্য খায়রুল আরেফিন রানা, এ্যাডঃ আজিজুল ইসলাম, ইমরান হোসেন, মুনসী আসাদ রহমান, নুরুন্নবী সামদানিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন