শুক্রবার (০৯ মে) দিনগত রাত ৯টা ৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলের কর্মকর্তাসহ উদ্ধারকারী ট্রেন।
রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর বলেন, ‘লাইনচ্যুত কোচ উদ্ধারের জন্য আমরা রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি। যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।’
ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের ওপর চলে যায়। এ কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজবাড়ী ও ঢাকা থেকে উদ্ধারকারী কোচসহ কর্মকর্তা রওনা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আসছে ঘটনাস্থলে। ট্রেনের যাত্রীরা নিরাপদে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন