প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:৩৪ পি.এম
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম. জাকারিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

নড়াইল প্রতিনিধিঃ
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী এম. জাকারিয়া নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
রবিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাড. তারিকুজ্জামান লিটু, কার্তিক দাস, সহ সভাপতি মোঃ আজিজুল ইসলাম, এম মুনির চৌধুরী, সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এম. জাকারিয়া বলেন, "দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে নড়াইল-২ আসনের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।"
তিনি আরও বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক। তাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী।"
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নড়াইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন