পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা পাইকগাছায় নাশকতা মামলায় আওয়ামীলীগের দুই ইউপি সদস্যসহ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ মে) সকালে বাঁকা বাজার থেকে রাড়ুলী ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও প্যনেল চেয়ার সাইফুল ইসলাম মোড়ল(৪০), ওয়ার্ড সদস্য পিযুষ কান্তি দাশ বাপ্পি (৪৫) কে ও কাঠিপাড়া বাজার থেকে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা রাফিদ প্রিন্স (১৯) কে লক্ষীখোলা বাজার থেকে আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইদ্রিসুর রহমান জানান, উপ-পুলিশ পরিদর্শক খায়রুল ইসলাম সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ, রবিউল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে বুধবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিসাট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন