ভোলা প্রতিনিধি॥ভোলার লালমোহনে বিয়ের ৯দিনের মাথায় সহপাঠি প্রেমিকের সাথে পালিযে যায় এক মাদ্রাসা ছাত্রী। পরে ওই প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় মোসা. নুপুর বেগম নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের সেলিম বেপারীর মেয়ে নুপুর বেগম বাবার বাড়িতে বসে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, নুপুর স্থানীয় মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। গত ১০ জানুয়ারী তার পরিবার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারীমোহন গ্রামের এক মাদ্রাসা শিক্ষকের কাছে নুপুরকে বিয়ে দেন। তবে নুপুরের সাথে তার নিজ ক্লাসের শান্ত নামে এক সহপাঠির প্রেমের সম্পর্ক ছিল। এই কারণে নুপুর ১৬ জানুয়ারী স্বামীর বাড়ি থেকে শান্তর সাথে ঢাকা পালিয়ে যায়। খবর পেয়ে নুপুরের পরিবার ঢাকা থেকে মেয়েকে উদ্ধার করে রবিবার সকালে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সকলে বুজিয়ে চাচা বেল্লালের ঘরে নিয়ে চাচীর কাছে রাখে নুপুরকে। সকাল সাড়ে ৮টার দিকে চাচীর ঘরেই সকলের অগোচরে পেছনের রুমে গিয়ে আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় নুপুর। কিছু সময় পর ঘরে ঢুকে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তার মা। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সেখান থেকে নুপুরকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা দেন। তবে পথিমধ্যেই মারা যায় নুপুর বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন