নড়াইল অফিস :
বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলা বিএনপির আয়োজনে পুরাতন বাস টার্মিনাল থেকে একটা র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
এ সময় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপিত ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, সদস্য সচীব আরিফুল আকবর মিলন, মহিলাদলের মধুমিতা,মাজেদা খানম টুকটুকি, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ জেলা-উপজেলা-নগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন