দুলাল হোসেন,বাউফল(পটুয়াখালী)॥পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের এক ব্যবসায়ীকে দোকান থেকে অস্ত্রের মুখে ৫ লক্ষাধিক টাকাসহ অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকৃত ওই ব্যবসায়ীর নাম শিবানন্দ রায় বণিক(শিবু বণিক) (৭৮)।
গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মহাজন পট্টিতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শিবু বণিক কালাইয়া বাজারের মুদি মনোহারীর একজন বড় ব্যবসায়ী। শুক্রবার রাত ১০টার দিকে তিনি দোকানে বসে হিসাব-নিকাশ করে দোকান বন্ধ করার প্রস্তুতিকালে।রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে শিবু বণিকসহ দোকানের কর্মচারী শংকর (৩৪) ও তাপসকে (৩৫) বেঁধে ফেলে। পরে তারা দোকানের ক্যাশে থাকা ৫ লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে যায় এবং শিবু বণিককে বেঁধে দোকানের পেছনে রাখা একটি ট্রলারে উঠিয়ে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়।
খবর পেয়ে বাউফল থানার ওসিসহ কয়েকজন পুলিশ এবং কালাইয়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। প্রায় ঘণ্টাখানেক পরে একটি স্পিডবোড নিয়ে পুলিশের একটি দল তেঁতুলিয়া নদীতে গিয়ে তল্লাশি চালায়। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিবু বণিককে অপহরণ করা ট্রলার, ডাকাত এবং শিবু বণিকের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
এদিকে স্বজনরা নৌকা ট্রলার নিয়ে নদীর দুই পাশের চরাঞ্চলে খোঁজাখুঁজি চলমান রেখেছেন। কালাইয়া বাজারে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে বন্দরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, শিবু বণিককে উদ্ধারে রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।
অপহরণের প্রায় এক দিন অতিবাহিত হলেও এখনো কেন তিনি উদ্ধার হননি এই মর্মে বিক্ষোভ মিছিল করেন বাউফলের ব্যবসায়ীরা। অনতিবিলম্বে অপহরণকৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে না পারলে তারা বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে জানান ব্যবসায়ী নেতারা।
এসটি/এমএইচ