দুলাল হোসেন বাউফল: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এতে সভাপতি হিসেবে নির্বাচিত মোঃ জলিলুর রহমান (আমার দেশ),সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (অনলাইন নিউজ পোটাল বরিশাল টাইমস, দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস টেলিভিশন),যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ১০ জন। তারা হলেন,সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মোঃ পিয়াল হাসান (সময়ের আলো),নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব),উত্তম কুমার (বিজয় টিভি) মু: মনজুর মোর্শেদ (নিউ ন্যাশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ),এ.বি.এম.মিজানুর রহমান (প্রথম আলো) মোঃ কামরুল হাসান (যায়যায় দিন)।
প্রেসক্লাবে মোট ৪৪জন সদস্য ভোটার সংখ্যা ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গননার পর বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
এসটিপি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন