জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় পঞ্চম বারের মতো আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর রোজ শুক্রবার উপজেলা ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় । মলুহার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও ক্বিরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং মলুয়ার বাইতুম মনির জামে মসজিদ কমপ্লেক্স ও যুব সমাজের উদ্যোগে হামিদা সাঈদ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় দেশের খ্যাতিমান হাফেজদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে উপস্থিত থেকে মনমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন তানজানিয়া দেশের বিশ্ব খ্যাতিমান সম্পন্ন হাফেজ শায়ক কারী ঈদী সাবান, মিশর থেকে আগত শায়ক ক্বারী মোহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, শায়ক ক্বারী সালাহ মোহাম্মদ সোলায়মান, আফ্রিকা থেকে আগত শায়ক ক্বারী আহমদ হিজা, বাংলাদেশের শায়ক ক্বারী মনজুর বিন মোস্তফা, শায়ক ক্বারী আব্বাস উদ্দীন, শায়ক কারী আবুজর আল সিফারী। বাংলাদেশ, মিশর, আফ্রিকা, তানজানিয়া এই ৪ টি দেশের হাফেজ ক্বারীগন মনমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন। এসময় এলাকাসহ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লিরা মনমুগ্ধকর ক্বিরাত উপভোগ করেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন