নড়াইল প্রতিনিধি
নড়াইল হয়ে ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি আজ (১০ মে) বিকাল থেকে যথানিয়মে চলাচল করবে।
আজ বিকাল ৩.৪৫ মিনিটে ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে নড়াইল হয়ে ঢাকার পথে যথানিয়মে চলাচল করবে বলে জানিয়েছেন নড়াইলে ট্রেন ষ্টেশনের মাষ্টার উজ্জল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে নড়াইল থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। পরে রাতে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।