প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ২:৩১ পি.এম
বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে সহকর্মী ও ছাত্রীদের ভালবাসায় সিক্ত হলেন নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

নড়াইল প্রতিনিধি:
দীর্ঘদিনের বিদ্যালয়ের সহকর্মী ও ছাত্রীদের ভালবাসায় সিক্ত হয়ে প্রিয় শিক্ষাঙ্গন থেকে অবসরজনিত বিদায় নিলেন নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ কিবরিয়া। বৃহস্পতিবার দুপুরে বিদায় সংবর্ধনা শেষে ফুল দিয়ে সজ্জিত জীপ গাড়িতে করে সহকর্মীবৃন্দ ও বিদ্যালয়ের গার্লস গাইড দল নড়াইল সদর থানা সংলগ্ন নিজ বাড়িতে পৌছে দিয়ে আসেন।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সনাতন রায়ের সভাপতিত্বে সভায় শিক্ষক মো: ফিরোজ কিবরিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, প্রাক্তন প্রধান শিক্ষক মো: জাকির হোসেন সিকদার (হিরক), প্রাক্তন প্রধান শিক্ষক মো: হায়দার আলী, সিনিয়র শিক্ষক তারাপদ বিশ্বাস, জগদীশ চন্দ্র দে, শেখ হাফিজুর রহমান, মারুফ আহমেদ, ড. আশরাফ আলী জাফরী, পীযুষ কান্তি রায়, সহকারী শিক্ষক ও বিদায়ী শিক্ষকের সহধর্মিনী সুলতানা বেগম, সহকারী শিক্ষক জেসমিন আরা, ফিরোজা খানম, হামিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো: তৌফিক হাসান। বক্তব্যকালে বিদায়ী শিক্ষক দীর্ঘদিনের কর্মস্থলের স্মৃতি তুলে ধরেন এবং ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।
আলোচনা শেষে বিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
ফিরোজ কিবরিয়া ১৯৯৭ সালের ১৭ মার্চ বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিষয়ে শিক্ষক হিসেবে যোগাদানের মধ্যদিয়ে চাকুরী জীবন শুরু করেন। তাঁর সহধর্মিনী সুলতানা বেগম নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের একজন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন।#
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন