ভোলা প্রতিনিধি॥ভোলার লালমোহনে একটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পরিত্যক্ত অবস্থায়, ব্যাটমিন্টান ব্যাগের ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র শটগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৯টার সময় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি টিম, উপজেলার মধ্য কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে এই আগ্নেয়াস্ত্র শটগান টি উদ্ধার করে জব্দ করেন লালমোহন থানা পুলিশ।
লালমোহন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার বলেন, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার এর নেতৃত্বে একদল অফিসার উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আগ্নেয়াস্ত্র শটগান টি উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ৫ ই আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া এই শটগানটি।
যেহেতু এটার ভিতরে কোন খোশা ছিল না, তাই এর প্রকৃত মালিক কে আমরা খুজতেছি। মালিক পাওয়ার পরেই আমরা আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে দেশের সমগ্র পুলিশ স্টেশনে এই শট গানটির ছবি তুলে পাঠানো হয়েছে।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম, ওসি তদন্ত মাসুদ হাওলাদার সহ থানার বিভিন্ন অফিসারগন।
এসটিপি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন