ঢাকা অফিস
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ মে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল জানান, "ইনশাআল্লাহ, ম্যাডাম (খালেদা জিয়া) আগামী ৫ মে সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সঙ্গে ওনার দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান) আসার কথা রয়েছে।"
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, "মোটামুটি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে উনি ডেফিনেটলি ভালো।"
খালেদা জিয়ার দেশে ফেরার মাধ্যম সম্পর্কে মির্জা ফখরুল জানান, "ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুল্যান্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য আমরা পেয়েছিলাম, সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজিয়নস। সে জন্য ম্যাডাম ঠিক করেছেন, ওইটা (এয়ার অ্যাম্বুল্যান্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায়, উনি বাংলাদেশ বিমানেই আসবেন। বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ (৪ মে) উনি রওনা হলে ইনশাআল্লাহ ৫ তারিখ সকাল ১১টার দিকে এসে পৌঁছবেন।"
বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন 'ফিরোজা' প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, "ম্যাডামের বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।"
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। প্রায় চার মাস পর তিনি দেশে ফিরছেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন