ঢাকা অফিসঃ পাঠকবার্তা
ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া বিতর্কিত ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ রোববার বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইন ইসলামি ওয়াক্ফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। তাদের মতে, ওয়াক্ফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ভারতের সংখ্যালঘু মুসলিমদের ইসলামি দানের প্রাচীন ব্যবস্থা ওয়াক্ফ। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন মুসলিম ওয়াক্ফ (সংশোধন) বিল-২০২৪ অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ভারতে ওয়াক্ফ বোর্ডগুলোর অধীন প্রায় ১০ লাখ একর সম্পত্তির মধ্যে বেশির ভাগই ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। নতুন আইনে পরিচালনা বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, যার ফলে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, ‘মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের কারণে এবং বৈষম্যমূলক আচরণের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা দেখা দিতে পারে—এ রকম কোনো পদক্ষেপ রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে আমরা মনে করি।’
ভারতের লোকসভায় পাস হওয়া বিলে ওয়াক্ফ বোর্ডে অমুসলিম সদস্যের অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ভারতে অন্য ধর্মাবলম্বীদের এ–জাতীয় বোর্ডে অথবা কোনো আইনি সংগঠনে ভিন্ন ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্তি দেখা যায় না। সে ক্ষেত্রে এটি একটি বৈষম্যমূলক আইন হিসেবে বিবেচিত হবে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, নতুন আইনে অমুসলিম সদস্যদের এই সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনে যে এখতিয়ার দেওয়া হয়েছে, তা মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন