প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৬:২২ পি.এম
ভুমি মেলার সমাপনী দিনে চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথ নকশা বিষয়ক নড়াইলে সেমিনার অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে তিনদিন ব্যাপী ভুমি মেলা ২০২৫ শেষ হয়েছে। সমাপনী দিনের অংশ হিসাবে বুধবার (২৭ মে) বিকালে নড়াইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভুমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথ নকশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী । এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জিপি এডভোকেট গোলাম মোহাম্মদ, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য হেমায়েতুল হক হিমুসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেমিনারে ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায় সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, রবিবার ২৫ মে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অফিসে অবস্থিত মেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে এসে বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন