ভোলা প্রতিনিধি॥ ভোলার মেঘনা নদী থেকে অপহৃত এক ক্রু কে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের এক দল সদস্য মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধা করে।
কার্গো ‘এমভি বাঘাবাড়ি-১’ জাহাজের মাস্টার মোঃ আরিফ হাসান মারফত জানা যায়, আলম মোল্লা নামক ক্রু কে কয়েকজন জলদস্যু অপহরণ করেছে।
উক্ত বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোন অবগত হওয়ার পর বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা কর্তৃক তৎক্ষণাৎ ভোলার সদর উপজেলাধীন ইলিশায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অপহরণকৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিকে ‘এমভি বাঘাবাড়ি-১’ এর মাস্টার মোঃ অরিফ হাসানের নিকট সুস্থ ও অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভ্যন্তরীন নৌপথ নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন