ভোলা প্রতিনিধি॥ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মুরগীর খামারি মো. রাহাত (২৫) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়।
সোমবার (৩ মার্চ) দুপুর ১ টার সময় এ ঘটনা ঘটে।
নিহত রাহাত পশ্চিম ইলিশ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে সদুরচর গ্রামের মৃত মোঃ তাজল ইসলামের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে তৃতীয়।
তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রাহাত তার মুরগীর খামার পরিস্কার করার জন্য পানির পাম্পের বৈদ্যুতিক সুইচ বোর্ডে হাত দিতেই ছিটকে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহাতের মামা রিপন জানান, রাহাতের বাবা ৪ বছর আগে মারা যায়। তারপর থেকে অনেক কষ্টে তাদের জীবন কাটে। কিছুদিন আগে এনজিও থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি মুরগীর খামার করেন, পাইকারদের কাছে মুরগী বিক্রি শেষে নতুন করে মুরগীর বাচ্চা খামারে উঠাবে সেজন্য পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় রাহাতের।
ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় রাহাতের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো প্রতি অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন