ভোলা প্রতিনিধি॥ভোলার লালমোহনে পালিত মহিষের শিংয়ের আঘাতে মো. আব্দুর রব নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লেঙুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আব্দুর রব ওই এলাকার মৃত মো. ইসলামের ছেলে।
জানা গেছে, আব্দুর রব দীর্ঘদিন ধরে মহিষ পালতেন। রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করেই একটি মহিষ তাকে শিংয়ের ওপর উঠিয়ে ছুটোছুটি করতে থাকে। এমন আক্রমণ দেখে এক প্রতিবেশী ওই মহিষের দিকে টর্চলাইট মারলে মহিষটি আব্দুর রবকে মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে আব্দুর রবের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মহিষের গুঁতায় ওই ব্যক্তি মারা গেছেন। পুলিশ সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন