ভোলা প্রতিনিধি॥ভোলা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা ভোলা টাউন স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কালিবাড়ী রোডস্থ নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দীন ভোলা জেলায় ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা বিস্তারে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসটিপি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন