মোঃ সাইফুল্লাহ ; মাগুরা
মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নেতৃত্বে সকাল সোয়া ৯টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি'র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, রিকশা ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, শ্রীপুর উপজেলা সাবেক ছাত্রদল নেতা জয়নুলসহ আরো অনেকে। র্যালীতে উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ও,রিকশা ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন