মোঃ সাইফুল্লাহ
মাগুরায় আঞ্চলিক তথ্য অফিস( পিআইডি) খুলনার উদ্যোগে গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার আঞ্চলিক উপ প্রধান তথ্য অফিসার এ এসে এম কবীর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট শ্বাশতী শীল। সেমিনারে গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার সিনিয়র তথ্য কর্মকর্তা মেহেদী হাসান।
এ সময় মাগুরা জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, খুলনার সহকারি তথ্য কর্মকর্তা আতিয়ার রহমান মুক্তিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেমিনারে মাগুরার ৩০ জন্য সাংবাদিক অংশ গহন করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান, নয়া দিগন্তের মাগুরা প্রতিনিধি এড, মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক শরীফ স্বাধীন, মোহনা টিভি'র মাগুরা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, ডিবিসির মাগুরা প্রতিনিধি ফয়সাল পাভেজ, সাংবাদিক দেলোয়ার হোসেন, মন্নুজান, মোঃ ইউনুস আলীসহ অন্যরা।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন