স্টাফ রিপোর্টার॥মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। গত বুধবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ মিলারস ফর নিউট্রিশন’ লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। যা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে পুষ্টি সম্পন্ন খাদ্য উৎপাদনকারী মিলারদের সহযোগিতা প্রদান করে আসছে। এই উদ্যোগের লক্ষ্য হলো- আটা, ভোজ্য তেল এবং চালের মতো প্রধান খাদ্যদ্রব্যের পুষ্টি বৃদ্ধি কার্যক্রমে মিলারদের সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, এসিআই ফুডস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, বাংলাদেশ ফটিফাইড রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চরফ্যাসন প্রেক্লাবের সভাপতি সৈয়দ জুলফিকার মাহমুদ নিয়াজ, এন.কে ফুডস-এর চেয়ারম্যান ও ইম্পেরিয়া ফুডস-এর স্বত্বাধিকারী ড. নাজনীন আফরোজ এবং রূপসী ফ্লাওয়ার, রাইস ও পুষ্টি মিলস লিমিটেড-এর চেয়ারম্যান মীর শাহে আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মো. তাহেরুল ইসলাম খান।অনুষ্ঠানে খাদ্যের পুষ্টিমান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান করা হয়। এসময় অটোরাইস মালিক ও চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকা মাহামুদ নিয়াজকে চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান করা হয়।
এসটি/এমএইচ
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন