নড়াইল অফিস:
গত ২১ আগষ্ট (স্বারক নং-মুক্তি/নড়াইল/৩১/২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি ঘোষনা করেছেন। মাস না পেরোতেই নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
ঘোষিত জেলা কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মদকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার আলীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
ঘোষিত কমিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খানের স্বাক্ষর রয়েছে।
এদিকে নতুন জেলা কমিটি নড়াইল সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ঘোষনা করেছেন। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমানকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো.তবিবর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বুধবার ১৭ সেপ্টেম্বর নড়াইল প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন,তৃণমূল পর্যায়ের তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তা না করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন। আমরা অনিয়মতান্ত্রিকভাবে গঠন করা এ কমিটি মানি না। দ্রুত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তা না হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সময় বক্তব্য দেন,বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শরীফ বাদশা মিয়া এসএম মাসুম হিসাম ও শেখ মতিয়ার রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন