ঝিনাইদহ প্রতিনিধি
এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা! দীর্ঘ ১১ বছর ধরে একমুঠো ভাতও মুখে তোলেননি ঝিনাইদহের বিএনপি কর্মী নিজাম উদ্দিন। তার পণ – যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় না ফিরবে, ততদিন তিনি ভোজন করবেন না ভাতের। এই কঠিন প্রতিজ্ঞার মাসুল গুনতে হচ্ছে নিজাম উদ্দিনকে। ভাত না খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
ঝিনাইদহের চিকিৎসকরা যখন হাল ছেড়ে দিয়ে নিজাম উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখানেও মেলেনি রোগের সঠিক চিকিৎসা। অবশেষে ফরিদপুরের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় রেফার্ড করেন।
এই হৃদয়স্পর্শী খবর পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে। তাৎক্ষণিকভাবে তিনি ঢাকা থেকে একটি মেডিকেল টিম পাঠান নিজাম উদ্দিনের চিকিৎসার ব্যবস্থা করতে। বুধবার সেই টিম ঝিনাইদহে পৌঁছে নিজাম উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসে।
জানা যায়, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে নিজামের নিজ গ্রাম মহেশপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেয়, মাটিতে ফেলে দেয় রান্না করা খাবার। সেই ঘটনার পর থেকেই নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত স্পর্শ করবেন না।
১১ বছর ধরে ভাতের পরিবর্তে দিনে মাত্র চারটি রুটি আর কিছু চা-বিস্কুট খেয়ে জীবনধারণ করছিলেন নিজাম উদ্দিন। অনেক সময় স্ত্রী জোর করে না খাওয়ালে কিছুই খেতে চাইতেন না তিনি।
অসুস্থ শরীরেও নিজাম উদ্দিনের একটিই স্বপ্ন – তার নেতা তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি তার সাথে দেখা করবেন।
তবে এই ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ প্রশাসন ও তাদের নেতাকর্মীরা নিজাম উদ্দিনের পরিবারকে নানাভাবে হয়রানি ও নির্যাতন শুরু করে। এমনকি স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধেও নিজাম উদ্দিন তার দীর্ঘদিনের প্রতিজ্ঞা থেকে একচুলও নড়েননি।
অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজাম উদ্দিন ও তার পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তার চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেন। ঢাকা থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম পাঠানো হয়। দলটি দ্রুত ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিজাম উদ্দিনের ভর্তির ব্যবস্থা করে এবং বুধবার বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, “দলের প্রতি নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ এবং তা জানার পর আমাদের দলীয় প্রধানের সেই ডেডিকেশনের প্রতি যে গভীর শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বর্তমানে নিজাম উদ্দিনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।