সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
Headline
মাগুরা সদর কৃষি অফিসারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ শত কোটি টাকার প্রতারনা চক্রের মূলহোতা জোছনা গ্রেপ্তার নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার-আব্দুল আজিজ বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে – মনিরুল ইসলাম নড়াইলে নবাগত পুলিশ সুপারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম কালিয়ায় শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও ছাত্রশিবিরের উদ্যোগে নড়াইল নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :
Wellcome to our website...

রাতে ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ

Reporter Name / ৪২ Time View
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৭:১০ অপরাহ্ন

ঢাকা কলেজের সামনে এক ঘণ্টার ব্যবধানে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজে মূল ফটক, কলেজ সংলগ্ন মিরপুর রোডের একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থী, পুলিশ ও গোয়েন্দা সূত্র থেকে এ তথ্য জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজে মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি এবং তেল পাম্পের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের সময় নায়েম গলিতে অবস্থানরত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, এই মাত্র আমরা যারা পদবঞ্চিত, ত্যাগী, পরিশ্রমী ছাত্রদলের যারা ছিল তাদের উপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। আমরা নিজ চোখে দেখছি দুইটা মটর সাইকেল নিয়ে আসছে রাকিব নাছিরের অনুসারীরা এরা ওদিক(নীলক্ষেত) দিয়ে চলে গেছে। আমরা তাদেরকে ধাওয়া করে ধরতে পারি নাই।

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক পিয়াল হাসান বলেন,এমন ঘটনা আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি। আমাদের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। বিশেষ করে ৫ আগস্টের পরে অনেক সুবিধাভোগী দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। 

কমিটি নিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, যারা বিক্ষোভ করছে তাদের অনেকেই আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। কমিটি দিলে ভুল ভ্রান্ত্রি হতে পারে। কেন্দ্র থেকে নির্দেশনা আছে দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার। কমিটি পূর্ণাঙ্গ করার সময় যোগ্যরা পদ পাবেন।

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বিষয়টি আমরা জানি না। তবে নিউমার্কেট থানার ওসিকে আমরা বলেছি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।

নিউমার্কেট থানার ওসি মোহসেন উদ্দীন বলেন, আজ ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি হয়েছে। পদবঞ্চিতদের বিক্ষোভ পরবর্তী ককটেল বিস্ফোরণ হয়েছে। এজন্য উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

এসটি/এমএইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর