নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তিতে লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালীসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজয় র্যালিটি লোহাগড়া শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে শেষ হয়। বিজয় র্যালী শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন