মোঃ বাবর আলী (কালিয়া) নড়াইলঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকারি ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়েও নড়াইল জেলার কালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগধীন সদর ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে সাধারণ সেবা অব্যাহত রাখায় সেবা গ্রহণকারীদের প্রশংসায় ভাসছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীরা।
এব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, সদর ক্লিনিক, পেড়লী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মাউলী , বাঐসোনা, পুরুলিয়া, মডেল ক্লিনিক, খাসিয়াল, হামিদপুর ও বাবরা হাচলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ সাধারণ ছুটিকালীন সময়ে নরমাল ডেলিভারি সহ অন্যান্য জরুরী সেবা দিয়ে যাচ্ছেন!
কালিয়া উপজেলায় কর্মরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ, এম, আবু তাহের জানান, সাধারণ ছুটিকালীন সময়ে শহর থেকে অনেকেই গ্রামে এসে ঈদ উদযাপন করেন,তারমধ্যে অনেকেই আবার অসুস্থ হয়ে পরেন, আমাদের সেবাকেন্দ্র খোলা রেখে সেই সকল জনসাধারণের(গর্ভবতী মহিলা,শিশু,কিশোর কিশোরী, সাধারণ রোগী,পরিবার পরিকল্পনা সামগ্রী গ্রহীত) সেবা কেন্দ্র সমূহ ২৪/৭ জরুরী সেবাদান অব্যাহত রাখা হয়েছে।