দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক আম জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। শনিবার ১০ই মে সকাল ১০ উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান অবৈধ কেমিম্যাল দিয়ে পাকানো আম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করেন।
জানা গেছে, অপরিপক্ক হিমসাগর আমে রাইসিং জাতীয় হরমোন মিশ্রিত করে পাঁকিয়ে এবং অতিরিক্ত গরমে আম পচনশীল রোধে ফরমালিন মিশিয়ে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পাঠানো প্রস্তুতি চলছিল। এ সময় দেবহাটার বিভিন্ন বাজার হতে অভিযান চালিয়েেএই আম জব্দ করা হয়েছে।
এব্যাপারে দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অপরিপক্ক আম অধিকতর লাভে বিক্রয়ের জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে।
তিনি আরো বলেন,সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন