বাবর আলী, নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারির দুই সদস্যকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪১২৬০ টাকা ১হাজার ভারতীয় রুপি, ৭টি মোবাইল ফোন, মাদক সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামসহ সহ দুই জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার ও কালিয়া থানা।
আটককৃতরা হলেন, উপজেলার হামিদপুর ইউনিয়নের আক্তার শেখের ছেলে মোঃ আনিসুর রহমান ও পেড়লী গ্রামের আলমাস জোয়াদ্দারের স্ত্রী জলি বেগম। এসময় যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে মাদক কারবারির মূল হোতা আলমাস জোমাদ্দার পালিয়ে যায়।
কালিয়া সেনা ক্যাম্প ও থানা সূত্রে জানা যায়,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করে এবং আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবীর।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন