ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার): আজ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে 'বিওএ ম্যারাথন ২০২৪' আয়োজিত হয়। উক্ত ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে। অনুষ্ঠিত ম্যারাথনে সর্বমোট ৫১১৬ জন ম্যারাথনার ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিওএ এর কর্মকর্তাগণ; চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
------------
আরিফুজ্জামান (সাগর)
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন