পাঠকবার্তা ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘হত্যার’ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক কৌঁসুলি তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. জব্বার নামে এক তরুণকে ‘গুলি করে হত্যা চেষ্টার’ মামলায় তাকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক কৌঁসুলি তুরিন আফরোজকে উত্তরায় তার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করার তথ্য দেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘হত্যার’ অভিযোগসহ কয়েকটি মামলা রয়েছে তুরিনের বিরুদ্ধে। এইসব মামলায় তাকে উত্তরা তিন নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয়, একটি ‘হত্যাচেষ্টা’ মামলায় তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট মো. জব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তুরিন আফরোজকে।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন