জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা মৌসুমি মোড় এলাক্র ইউনুস মন্ডলের বাড়ির সামনে থেকে ২৩ বস্তা সরকারি চাল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি। পরে জব্দকৃত চাল গুলো কয়েকটি মাদরাসা ও এতিম খানায় বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্টেট ও ক্ষেতলাল উপজেলা সহকারি কমিশনার (ভুমি)।
এলাকাবাসী ও পুলিশ জানান, গোপন সংবাদে জানতে পারেন বৃহস্পতিবার বিকালে ক্ষেতলাল উপজেলার ধনতলা মৌসুমি মোড় এলাকায় ইউনুস মন্ডলের বাড়ির সামনে সরকারি চাল মজুদ চলছে। আর চালগুলো মামুদপুর নারায়ণ পাড়া এলাকার লোকমান সরদারের ছেলে সখের আলী অবৈধভাবে সরকারি মজুদ করছে। এমন সংবাদে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি অ়ভিযানে যান। সেখানে পৌছে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচীর ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে অবৈধভাবে সরকারি চাল মজুদকারী সখের আলী ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করে বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করে দেন।
অবৈধভাবে সরকারি চাল মজুদকারী সখের আলী বলেন, তিনি বিভিন্ন জনের কাছ থেকে ৩০ কেজি ওজনের এক বস্তা সরকারি চাল ১১শ টাকা বস্তায় কিনেছি। এরমধ্যে অ়়ভিযানে এসে এসিল্যান্ড চালগুলো জব্দ করে নিয়ে গেছে। আর এসি ল্যান্ড আসার কথা শুনেই চালের বস্তাগুলো রেখে পালিয়ে গেছি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) জিন্নাতুন আরা বলেন, ক্ষেতলাল উপজেলার মৌসুমি মোড়ে খাদ্য বান্ধব কর্মসুচীর সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৩ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বি়ভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।