ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ পাঠকবার্তা
চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় পড়ে গিয়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামে দুই যুবক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেকের বাড়ি জেলার কসবা উপজেলায়। তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিলেন। এসময় ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে গেলে তারা ছিটকে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা যান।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন