প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ২:৫৭ পি.এম
নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নড়াইলের “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) নড়াইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খামারবাড়ি, নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসীম উদ্দীন।
এই কংগ্রেসের মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সৌমিত্র সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকনুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু, পার্টনার ফিল্ড স্কুলের মনিটরিং অফিসার মোসাদ্দেক হোসেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ সৌরভ দেবনাথসহ কৃষক/কৃষাণী, প্রিন্ট ও ইলেট্রনিক্স সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন