প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:২৯ পি.এম

নড়াইল অফিস:
নড়াইলে ৮ম বার্ষিকী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দূর্গাপুর তরুণ সমাজের আয়োজনে নড়াইল শহরতলীর দূর্গাপুর গোচর মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
টুর্নামেন্ট বাস্তযায়ন কমিটির সভাপতি ও পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃখায়রুজ্জামান সবুজের সভাপতিত্বে ও নড়াইল প্রেসক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক মোঃআল আমিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সদ্য উপ সচীব পদে পদোন্নতি প্রাপ্ত ও নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আশরাফুল ইসলাম ,জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব মোঃ কামরুজ্জামান, জেলা আইনজিবী সমিতির সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের নির্বাহী সদস্য এডভোকেট তারিকুজ্জামান লিটু, গণপূর্ত বিভাগের এসডিই প্রশান্ত কুমার কুন্ডু, শাহাবাদ মাজিদিয়া মহিলা মাদ্রাসার সুপার কে.এম হাসমত উল্লাহ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জজকোর্টের এডিশনাল পিপি সাংবাদিক আজিজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা এডভোকেট কাজি আফসারুল ইসলাম, নড়াইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহম্মদ আলী খাঁন, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তাফা মনা, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমার আজিজার মোল্যা, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রজিবুল ইসলাম বেগ, বিশিষ্ট সমাজকর্মী ও নড়াইল দলিল লেখক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী খাঁন, নড়াইল দলিল লেখক সমবায় সমিতি লিঃ এর নির্বাচিত সভাপতি শাহিন শেখ, সহ সভাপতি ফারুক শেখ, মোহাম্মদ আলী খাঁন,সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য বিএম নজরুল ইসলাম, সমাজ সেবক জহুরুল হক জহুর,সমাজ সেবক মোস্তাফা কামাল,কাজি আশরাফুল ইসলাম মুন্না, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তাফা কামাল,দপ্তর সম্পাদক নুরুন্নবী সামদানিসহ প্রমুখ।
ফাইনাল খেলায় দূর্গাপুর রয়্যালর্স কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে দূর্গাপুর ইয়ং স্টার। ম্যান অফ দ্যা ম্যাচ পিয়াস,সেরা গোলদাতা মিনহাজ,টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয় ফায়াজ,অর্গানাইজার আশিক ও খসরুজ্জামান, বেস্ট অর্গানাইজারের পুরস্কার লুফে নেন ইঞ্জিঃখায়রুজ্জামান সবুজ। অনুষ্ঠানের সকলের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করেন প্রধান অতিথি লিংকন বিশ্বাস সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ সচিব।
উল্লেখ্য যে,টুর্নামেন্ট বাস্তযায়ন কমিটির সভাপতি ও পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃখায়রুজ্জামান সবুজের নিজস্ব অর্থায়নে মাস ব্যাপী এই বাৎসরিক (খাঁসি কাপ) ফুটবললীগ সম্পন্ন করা।
প্রধান কার্যলয়ঃ কনফিডেন্স সেন্টার, ভবন-২,
ফ্ল্যাট নং-৭/ই জিপি-খ-৯, প্রগতি স্বরণী, শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২।
ফোন নম্বরঃ +8809638031309 ই-মেইল:mohammadpurprotidin@gmail.com
@মহম্মদপুর প্রতিদিন