ভোলা প্রতিনিধি॥ভোলায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করছেন র্যাব।
বুধবার (৫ মার্চ) ভোরে ভোলা র্যাব-৮ এর একটি দল ভোলা খেয়াঘাট কর্ণফূলী-৯ লঞ্চে অভিযান চালিয়ে রাজিব (৩০) কে গ্রেফতার করে।
রাজিব সদর উপজেলার চরপাতা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো.শাহজাহান মাঝির ছেলে।
ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে: মো.শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন জানান, রাজিবের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারী দৌলতখান থানায় ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোডে হত্যা চেষ্টা মামলা করা হয়। যার মামলা নম্বর -০৮।
পরবর্তীতে রাজিবকে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ক্যাম্প ভোলা’র নিকট অধিযাচনপত্র প্রদান করলে র্যাব ক্যাম্প ভোলার সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় উল্লেখিত আসামীর অবস্থান সনাক্তপূর্বক সদর উপজেলার ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে কর্ণফূলী-৯ নামক লঞ্চ হতে বুধবার ভোর ৭টার দিকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
রাজিব সদর উপজেলার চরপাতা ৪নম্বর ওয়ার্ড এলাকার মোঃ শাহজাহান মাঝির ছেলে। এছাড়াও ইতোপূর্বে রাজিবের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় আরো ৩টি পৃথক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দৌলতখান থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
এসটি/এমএইচ