সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
Headline
Headline
মাগুরা সদর কৃষি অফিসারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ শত কোটি টাকার প্রতারনা চক্রের মূলহোতা জোছনা গ্রেপ্তার নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নড়াইলে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলনের শোডাউন: কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার-আব্দুল আজিজ বিএনপি ক্ষমতায় গেলে নারী ক্ষমতায় বৃদ্ধি করা হবে – মনিরুল ইসলাম নড়াইলে নবাগত পুলিশ সুপারের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম কালিয়ায় শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও ছাত্রশিবিরের উদ্যোগে নড়াইল নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :
Wellcome to our website...

আর যারা অপকর্ম করেছে , যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবেঃ জামায়াত আমীর

Reporter Name / ৭২ Time View
সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

পাঠক ডেস্কঃ

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখের পানি ঝরছে , এতিম সন্তানদের চোখে পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে , ভাই বোনের চোখের পানি ঝরছে । আর যারা অপকর্ম করেছে , যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত শেষে সোমবার (৩১ মার্চ) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

দেশবাসী এবং দেশের বাইরের প্রবাসী সমস্ত মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, দীর্ঘ ১৬ বছর আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আজকে ভিন্ন একটা মোড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি । এ জন্য শুকরিয়া। যাদের ত্যাগ এবং কোরবানীর বিনিময়ে , জীবন এবং আহত ও পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ। মাবুদের দরবারে দোয়া করি যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা আহত হয়েছে এবং পঙ্গু হয়েছে। , আল্লাহ যেন তাদের সুস্থতা দান করুক। বিশেষ করে শহীদের পরিবারগুলো যেন আল্লাহ ধৈর‌্য ধরার তৌফিক দান করেন।

ডা.শফিকুর রহমান বলেন, ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের। রাসুল সা. এর উম্মতের জন্য দুটি ঈদ বিশেষভাবে উপহার দিয়েছেন। কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকে যখন স্বস্তির ঈদটা উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে , এতিম সন্তানদের চোখে পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে , ভাই বোনের চোখের পানি ঝরছে । এ পানিগুলো কেন ঝরছে আমরা সবাই জানি।

‘যারা অপকর্ম করেছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তবে এটা ঠিক যারা খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে। খুনের বিচারটা দেখলে ভবিষ্যতে খুনি মানুষের জীবন নিয়ে ছিনিমিন খেলবে না সেই রকম বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো-আহত লোকগুলো দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তোবা তারা কিছু সান্তনা পাবে । ’

তিনি বলেন, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত সমাজ চাই। এ সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাজ-দখলদারমুক্ত সমাজ গড়তে হবে। এ ব্যাপারে আমাদের কোনো আপস নেই। এ কথা আমার নিজের বিপক্ষে গেলেও বলতে হবে। এ সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই দেশগঠনে দেশবাসীর সহযোগিতা চাই।

আগামীর বাংলাদেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামীতে এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হলি খেলা হবে না। মানুষের জীবনকে তুচ্ছ গণ্য করা হবে না। যেখানে মানুষ মর্যাদা, ভালোবাসা সমতার ভিত্তিতে বসবাস করবে , ধর্ম বিবেচনায় কোনো মানুষকে অপমান করা হবে না, তার অধিকার কেড়ে নেওয়া হবে না। সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে। এটা শুধু আল্লাহর কোরআনের নীতিতে সম্ভব। আমরা সে ধরনের একটা সমাজের জন্য লড়াই করছি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও  কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর