নড়াইল প্রতিনিধি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকালে রুপগঞ্জ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি এস.এম সালাউদ্দিন। বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সাইফুল আবদার, মো: খিয়াম উদ্দিন, আবু সালেহ মো: গোফরান, সাবেক অর্থ সম্পাদক মো: হাদিউজ্জামান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল জেলা শিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মাদ।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেদিকে প্রশাসনকে খেয়াল রাখার অনুরোধ জানান। একই সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল নেতাকর্মিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানায়।###