ষ্টাফ রিপোর্টারঃ পাঠকবার্তা
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারীরা যাত্রীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসটির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।
বাসটির যাত্রী সুমন সরকার সাংবাদিকদের জানান, চন্দ্রা থেকে বাসে উঠি। সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে। আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে ডাকাত সদস্যরা।
বাসটির চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়িটিতে ভাঙচুর চালান। আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।