
মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ এপ্রিল) পুরাতন বাস টার্মিনালের পশ্চিম পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল পৌর অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা নায়েবে আমির মাস্টার জাকির হোসেন।
এ সময় দিনব্যাপী কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নড়াইল জেলা সভাপতি এস এম সালাউদ্দিন, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তাজ মুহাম্মাদ।