মো. নুরতাজুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ ও স্বনির্ভর প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে সেলাই ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ এবং উপকারভোগী প্রশিক্ষণার্থীরা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “নারী উদ্যোক্তা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীরা যেন প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারেন, সেদিকেই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।