নিজস্ব প্রতিবেদক:
দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য (প্রো-ভিসি) এস কে শরিফুল আলমকে ।
বুধবার মধ্যরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় সার্চ কমিটির মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব দেওয়া হবে ।
শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃতি করে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জৈষ্ঠ্য অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে।
কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।
মূলত গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ ও বহু শিক্ষার্থী হতাহতের জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এরপর ২৫শে ফেব্রুয়ারি জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ সেইসাথে সব শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। ১৩ই এপ্রিল থেকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
পরদিন ১৪ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। তারপর থেকেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।